Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৩ পিএম

হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে এক জনসচেতনতা মূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে হিলি সিপি ক্যাম্প থেকে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার।
এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহরাফ হোসেন মল্লিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিক বৃন্দ সহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ