পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পার্বত্য শান্তিচুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ার পিছনে বিদেশীদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির মূল বিষয়ের অনেকগুলোই যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। পাহাড়ে এখনও ভূমি বিরোধ চলছে। এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পর পাহাড়ে বাঙালি অনুপ্রবেশ, তাদের অভিবাসন বন্ধ করতে হবে। একদিনেই সব সমস্যার সমাধান হবে না। শুধু দেশই নয়, বাইরের অনেক শক্তিও এতে জড়িত। চুক্তি বাস্তবায়নে ধৈর্য্য ধরতে হবে। গতকাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত ‘আদিবাসী বাঙালি সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার অধিকার চাই’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে মেনন আরো বলেন, এই পার্লামেন্টেই আদিবাসি বিতর্কের অবসান হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ সামাদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আদিবাসী নেতা বিচিত্রা তিরকি, নাট্টব্যাক্তিত্ব মামুনুর রশিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।