Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুধার বোমার ওপরে বসে আছে সরকার : মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২১ এএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পণ্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ ক্ষুধার্থ। সরকার কার্যত ক্ষুধার বোমার ওপরে বসে আছে। এর বিস্ফোরণ ঘটলে সবকিছু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবর্ণজয়ন্তীর আনন্দ অচিরেই বিপদে পরিণত হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত দলীয় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত তুলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরাই স্বীকার করেছেন তাদের কাছে পর্যাপ্ত ভোজ্যতেল আছে। তারা কেবল ভ্যাট মওকুফ চান। এ অবস্থায় বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার কোনও কারণ নেই। অপরদিকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃংখলা বন্ধ করার জন্যই কেবল নয়, গণবণ্টন ব্যবস্থার যথাযথ বিবেচনায় এখনই পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।
সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছে দিতে তিনি অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।
পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ব্রিফিং সভায় মেনন বলেন, ‘মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য অধিগম্যতা কারও দয়া নয়, এটা তাদের অধিকার। মানুষের বাজারের থলের ওপর ভোট নির্ভর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষুধার বোমার ওপরে বসে আছে সরকার : মেনন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ