Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অত্যন্ত ফলপ্রসূ বললেন ট্রাম্প দ্বিতীয় বৈঠক হবে হ্যানয়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের শুক্রবারের বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, এ মাসের শেষের দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হবে তার দ্বিতীয় সামিট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে লিখেছেন, আমার প্রতিনিধিরা সবেমাত্র অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠক শেষে উত্তর কোরিয়া ত্যাগ করলেন। এ সময়ে তারা কিম জয় উনের সঙ্গে দ্বিতীয় সামিটের বিষয়ে এবং সময় নির্ধারণ নিয়ে একমত হয়েছেন। এই সামিট হবে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে। আমি চেয়ারম্যান কিমের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ অগ্রগতির জন্য অপেক্ষা করছি। এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক হবে ভিয়েতনামে। তবে কোন শহরে হবে তা প্রকাশ করেন নি তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ নিয়ে উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগান পিয়ং ইয়ংয়ের সঙ্গে তিনদিন আলোচনা করেছেন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম হাওক চোলের সঙ্গে সামিটের আগে আরো একবার বসতে একমত হয়েছেন স্টিফেন বিগান। বুধবার থেকে শুক্রবার এই তিন দিন তাদের মধ্যে আলোচনা হয়েছে। তারা উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের সিঙ্গাপুরের প্রথম সামিটের বিষয় সামনে নিয়ে আসেন। ওই সামিটে উত্তর কোরিয়া নিজেকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হয়েছিল। আলোচনায় তা উঠে আসে। আরো উছে আসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক পরিবর্তন উত্তর কোরিয়া দ্বীপাঞ্চলে দীর্ঘস্থায়ী একটি শান্তি পরিকল্পনা নিয়ে। তবে উত্তর কোরিয়া আলোচনায় অগ্রগতির বিষয়ে কোনোই ইঙ্গিত প্রকাশ করেনি। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প দ্বিতীয় বৈঠক হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ