Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় যৌন সহিংসতা প্রতিরোধে আইন নিয়ে ক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যৌন সহিংসতা প্রতিরোধে ইন্দোনেশিয়া সরকারের তৈরি করা নতুন আইনের খসড়ার বিরুদ্ধে বিক্ষোভ ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির কট্টরপন্থি গ্রুপগুলো। দলগুলোর দাবি এ আইন বাস্তবায়ন হলে তাতে ইসলাম ধর্মের অবমাননা হবে এবং বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ককে উৎসাহিত করবে। এ খসড়ার বিরুদ্ধে দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এক প্রচারণা ও অনলাইন পিটিশনে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ স্বাক্ষর করেছে। এতে নতুন ধর্ষণ আইন বাতিলের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রচারণাটি শুরু করেছেন মাইমন হেরাওয়াতি নামের এক ব্যক্তি। তিনি বলেন, এ আইনে জোরপূর্বক যৌন সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমনকি স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করলেও সেটি শাস্তিযোগ্য এ আইনে। কিন্তু দু’জনের সম্মতিক্রমে যৌন সম্পর্কের বৈধতা দেয়া হয়েছে, এজন্য বিয়ের দরকার নেই। তবে সরকারের সমালোচকরা বলছে, এ আইন পাস হলে সম্মতিসূচক যৌন সম্পর্ক বৃদ্ধি পাবে। এমনকি সমকামিতাও। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় যৌন সহিংসতা প্রতিরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ