Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার অঞ্চলের সংরক্ষিত মহিলা আসনে আ. লীগের মনোনয়ন পেলেন কানিজ ফাতেমা মোস্তাক

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৪৫ এএম

কক্সবাজার অঞ্চলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরীর সহধর্মিনী কানিজ ফাতেমা মোস্তাক’কে আওয়ামী লীগ থেকে চুড়ান্ত মনোনয়ন দেয়া
হয়েছে বলে জানাগেছে।
শুক্রবার ৮ ফেব্রুয়ারি রাত্রে গণভবনে সংরক্ষিত মহিলা আসনে চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অন্যান্য চুড়ান্ত প্রার্থীদের সাথে কানিজ ফাতেমা মোস্তাকের নামও ঘোষনা করেন।

এদিকে, সংরক্ষিত আসনে মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ার কথা নিশ্চিত করে ঢাকা থেকে এ প্রতিবেদককে মুঠোফোনে কানিজ ফাতেমা মোস্তাক তাঁর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মহান আল্লাহতায়লা নিকট শোকরিয়া জ্ঞাপন করেছেন।
তিনি কক্সবাজার জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ