গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ি থানার মাতুয়াইল দক্ষিণপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠের মুর্যালের ফলক উম্মোচন করেছেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। গত বৃহস্পতিবার বিকালে হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মুর্যালের ফলক উম্মেচন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট (শিক্ষা মন্ত্রণালয়) সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান মন্টু, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফুল আলম রিয়াজ, এসএম আবু তাহের মিয়াজীসহ আরও অনেকে।
হাবিবুর রহমান মোল্লা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি পুরো জীবনটাই দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। যার নেতৃত্বে এদেশের বীর সন্তানেরা মহান স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙ্গালি জাতিকে উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। জাতি শ্রদ্ধাবনত চিত্তে চিরদিন স্বরণ রাখবে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরশ্রেষ্ঠদের।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমীন মুর্যালের ফলক উন্মোচন করতে পেরে আমি গর্ববোধ করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।