Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার লক্ষ্যমাত্রা এক হাজার কিলোমিটার। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে দেজফুল। এটি ৭০০ কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম জোলফাঘার ক্ষেপণাস্ত্রের পরবর্তী সংস্করণ। ইরান এমন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন তার ইউরোপীয় মিত্ররা দাবি করে আসছে, তেহরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করেছে। অবশ্য ইরান এর আগে হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান এর আগে বলেছিল, তাদের কাছে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। অর্থাৎ ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের আওতার ভেতরে রয়েছে। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ