Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিবি’র উপজেলা নির্বাচন বয়কট বিবৃতিতে সেলিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


বর্তমান সরকারকে নৈশকালীন ভুয়া ভোটে সরকার হিসেবে অবিহিত করেছে সিপিবি। দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন,এই নৈশকালীন সরকারের অধীনে উপজেলা নির্বাচনে সিপিবি অংশ নেবে না। তারা দেশের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকারের দাবিতে লড়াইয়ে নামতে দেশবাসীর প্রতি আহবান জানান। গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
সিবিবির নেতারা বিবৃতিতে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর নৈশকালীন ভুয়া ভোটের অভিযানের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে প্রহসন সংঘটিত হয়েছে। দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় চরমভাবে ক্ষুব্ধ। এখনো বঞ্চনার দগদগে ঘা শুকায়নি। মানুষ ভোটের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কথায় ও কাজে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু (!) করার ঘোষণা দিয়েছেন। যা মানুষের হতাশাকে আরো বাড়িয়ে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি এ সময়ে সিপিবির কর্মীরা বাজেটে সংবিধিবদ্ধ বরাদ্দের নিশ্চয়তা দিয়ে আর্থিক ক্ষমতাসহ স্থানীয় সরকারের পূর্ণ ক্ষমতায়নের দাবিতে সোচ্চার হওয়ার আহŸান নিয়ে জনগণের কাছে যাবে। এই নির্বাচনকে সামনে রেখে সিপিবি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করবে। দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকাসমূহে সভা সমাবেশ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ