নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবার সাবেক খেলোয়াড় ও সংগঠকদের ক্রীড়া ভাতা দেয়া হবে। এমন তথ্য গতকাল দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এদিন বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সম্মিলিত ক্রীড়া পরিবার সংবর্ধনা দিয়েছে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাসেল মিডিয়াকে বলেন,‘ ‘আমরা সহসাই ক্রীড়া ভাতা চালু করার ব্যবস্থা করছি। ক্রীড়াঙ্গনে অসহায় দুস্থদের জন্য দুস্থ ভাতা রয়েছে। কিন্তু ক্রীড়া ভাতা নেই। আমরা এটা চালু করতে চাই। ক্রীড়া ভাতার মাধ্যমে সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকদের আর্থিক সহযোগিতা করা হবে। যারা খেলাধুলার জন্য জীবনের প্রায় পুরোটা সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন তাদের সহযোগিতা করতে সব সময়ই প্রস্তুত আমাদের সরকার। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সব সময়ই খেলোয়াড় ও সংগঠকদের পাশে আছেন।’ সম্মিলিত ক্রীড়া পরিবারের ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলাম। ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার যথেষ্ট ধারনা রয়েছে। ক্রীড়া পরিবার সম্পর্কেও আমি জানি। ক্রীড়া পরিবারের যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।