Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইন হয়রানির শিকার ৭০% তরুণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, বৈশ্বিকভাবে প্রায় ৭০ শতাংশ তরুণ অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। ১৬০টিরও বেশি দেশে ১৫-২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণের ওপর ওই জরিপটি পরিচালিত হয়েছে বলে জানায় ইউনিসেফ। জরিপে দেখা যায়, আয়ের পার্থক্য তরুণদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখতে পারছে না। নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ইন্টারনেট ব্যবহার করছে, যা ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) বরাতে ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, উন্নত দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের ৯৪ শতাংশই অনলাইনে থাকেন। অনলাইনে হয়রানি ঠেকাতে শিক্ষার্থীদের মধ্যে ‘হ্যাশট্যাগ এন্ডভায়োলেন্স ইয়ুথ টকস’-এর মতো বৈশ্বিক আন্দোলনের সূত্রপাত করেছে। ইউনেস্কোর উপাত্তে জানা যায়, প্রায় ৫-২১ শতাংশ শিশু ও কিশোর সাইবার হয়রানির শিকার হয়েছে। ছেলেদের চেয়ে মেয়েদের ঝুঁকি অনেক বেশি। ইউনিসেফ প্রধান বিবৃতিতে বলেন, সাইবার হয়রানি প্রচুর ক্ষতির কারণ হতে পারে, কারণ দ্রুত তা প্রচুর মানুষের কাছে পৌঁছে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত তা অনলাইনে থাকতে পারে। কার্যত ভুক্তভোগীকে আজীবন তা ভোগাতে পারে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন হয়রানির শিকার

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ