Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে সোয়াইন ফ্লুতে ২২৬ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ভারতে নতুন করে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সোয়াইন ফ্লু ভাইরাস। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি এ ভাইরাসে দেশজুড়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজস্থানের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে আরও দুই হাজার ২৬৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। গুজরাটে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে মারা গেছে ৩০ জন। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসি জানিয়েছে, চলতি বছর এ দুই রাজ্যে ছয় হাজার ৬০০-এরও বেশি রোগী শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সোয়াইন ফ্লু মোকাবেলার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদানের নেতৃত্বে এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠি হয়েছে। রাজস্থানে গণস্বাস্থ্য সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া গুজরাট, পাঞ্জাবেও টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এ সব টিম পাঠানো হয়েছে। সরকারিভাবে বিভিন্ন সংবাদপত্রে এই সংক্রান্ত সচেতনামূলক বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার শুধু রাজধানী দিল্লিতেই সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৫। তার মধ্যে ৭১২ জন সাবালক এবং ১৮৩টি শিশু। মঙ্গলবার নতুন করে আরও ১০৪ জনের আক্রান্তের খবর পাওয়া যায়, যার মধ্যে ২০ জনই শিশু। এনডিটিভি, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে সোয়াইন ফ্লুতে প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ