মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে চীন। ২০৩৫ সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরী পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন। চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীকে আধুনিকায়নের পর্ব এরই মধ্যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে দেশটি। এরই অংশ হিসেবে চীনা নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ এবং মোকাবেলা করার উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে চীনের একটি মাত্র বিমানবাহী রণতরী রয়েছে। কয়েক দশকব্যাপী নিরলস তৎপরতার মধ্য দিয়ে চীনের গণমু্ক্িত ফৌজ নৌবাহিনী বিশ্বের পরাশক্তিমানের প্রায় সমতুল্য বিমানবাহী রণতরী প্রযুক্তি অর্জন করেছে। কিন্তু এখনো চীন এ ক্ষেত্রে যুদ্ধ অভিজ্ঞতার বিষয়ে পিছিয়ে রয়েছে। গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে কোনো কোনো দ্বীপের ওপর চীনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করছে আঞ্চলিক এক বা একাধিক দেশ। যুক্তরাষ্ট্র এ সব দেশকে সমর্থন যুগিয়ে চলেছে। এ অবস্থায়, স্বাভাবিক ভাবেই প্রথমেই পরমাণু সক্ষমতা সম্পন্ন বিমানবাহী রণতরী এ অঞ্চলে মোতায়েন করবে বেইজিং। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।