বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জুট করপোরেশনের ২ দশমিক ৩৮ একর সরকারি জমি বিক্রির মাধ্যমে সাড়ে ৪০ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। আসামিরা হলেন-সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও তার পূর্বপরিচিত জমির ক্রেতা বেগম জাহানারা রশিদ। ২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি (বগুড়া) থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তাও তিনি। শিগগিরই এই মামলার চার্জশিট সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, মন্ত্রী হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে ২০১০ সালের ১১ মে থেকে ২০১২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জুট করপোরেশনের আওতাধীন সরকারি সম্পত্তি বিক্রয়ের নীতিমালা ভঙ্গ করে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজা ৭৯৫ টাকা মূল্যের সরকারি সম্পত্তি আসামি বেগম জাহানারা রশিদের নিকট বেআইনিভাবে মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রয় করে পারস্পরিক যোগসাজশে ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি সাধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।