মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের হজ নীতিতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। নতুন এ নীতি অনুযায়ী এখন থেকে হজে আর কোনো ধরনের ভর্তুকি দেবে না ইমরান খান নেতৃত্বাধীন পাক সরকার। মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম সামা।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইমরান খান নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ সঙ্ক্রান্ত এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর সেখানেই এই হজ খাতে আরও কোনো ধরনের ভর্তুকি না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
যদিও পরবর্তীতে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজে ভর্তুকি বিষয়ে সরকার এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এদিকে অন্য এক প্রতিবেদনে পাক সংবাদমাধ্যম দ্য ডন জানায়, গত বছরের তুলনায় এবার হজ খাতে খরচ বৃদ্ধি পাবে। চলতি বছর প্রত্যেক হাজীর পেছনে অতিরিক্ত অন্তত ১ লাখ পাকিস্তানি রুপি খরচ করতে হবে। যেখানে সর্বমোট ভর্তুকি ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের হাজীদের জন্য খরচ হবে মোট ৪ লাখ ৩৬ হাজার রুপি এবং উত্তরাঞ্চলের হাজীদের পেছনে ব্যয় হতে পারে আনুমানিক ৪ লাখ ২৬ হাজারের বেশি পাকিস্তানি রুপি।
উল্লেখ্য, মূলত এজন্যই দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি হাজীকে মাথা পিছু ৪৫ হাজার রুপি করে ভর্তুকি প্রদানের প্রস্তাব করা হয়। চলতি বছর দেশটি থেকে অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। যাদের মধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৬ হাজার যাবেন বেসরকারি উদ্যোগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।