মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আইনে নেই। তবু বিমানের পাইলট জেদ ধরে থাকায় বিমান থেকে নেমে যেতে বাধ্য হয়েছিলেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত প্রতিবন্ধী জিজা ঘোষ। মানসিকভাবে ধাক্কা খেলেও হাল ছাড়েননি তিনি। চার বছর ধরে লড়াই চালানোর পরে অবশেষে গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত ওই ঘটনার জন্য জিজাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে স্পাইসজেট বিমানসংস্থাকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে বিমানসংস্থা জানিয়েছে, আদালতের ওই নির্দেশের কোনো কপি তারা গত বৃহস্পতিবার রাত পর্যন্ত হাতে পায়নি। ফলে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করবে না তারা। আদালতের রায়ের পর জিজা বলেন, বিচার পেতে দীর্ঘ চার বছর অপেক্ষা করতে হলো আমাকে। তবে এটা আমার একার জয় নয়। আমার মতো যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, এই জয় তাদের সবার। জিজা জানান, ২০১২ সালের সেই ঘটনার পরে তার কাছে ক্ষমা চেয়েছিল স্পাইসজেট এবং তাদের বিমানে করে আবার নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি ওই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন। সেই থেকে এখন পর্যন্ত তিনি আর কখনই স্পাইসজেটের বিমানে চড়েননি। সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা এখন নিজেই ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সেরিব্রাল পলসির অ্যাডভোকেসি বিভাগের প্রধান। দেশ-বিদেশে বিভিন সেমিনারে তিনি সেরিব্রাল পলসি এবং সেই প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা নিয়ে বক্তৃতা দিয়ে বেড়ান। বহু বছর ধরেই তিনি একা একা দেশ-বিদেশে বিমানে করে ঘুরে বেড়ান। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি মাসে গোয়ায় এমনই এক সেমিনারে বক্তৃতা দেয়ার জন্য কলকাতা থেকে স্পাইসজেটের বিমানে উঠেন জিজা। কিন্তু সেই বিমানের পাইলট তাকে বিমান থেকে নামিয়ে দেন। জিজার হাঁটাচলা স্বাভাবিক নয়। তার কথাও স্পষ্ট নয়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।