Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাথায় কাপড় না দিয়ে ছবি প্রকাশ, নিষিদ্ধ ইরানের নারী এমপি

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাথায় কাপড় না দিয়ে তোলা এক ছবি প্রকাশিত হওয়ায় ইরানের নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার ইরানের বিচার বিভাগ এ বিষয়ে এক রুল জারি করে। অভিযুক্ত সংসদ সদস্য মিনু খালেঘি দাবি করেছেন, অনলাইনে প্রকাশিত ও প্রচারিত ওই ছবিগুলো বানোয়াট। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ছবিগুলো। ছবিগুলোতে দেখা যায় ইউরোপ ও চীন ভ্রমণের সময় মাথায় কাপড় দেননি মিনু। এই প্রসঙ্গে এক বিবৃতিতে ইসফাহান নগরীর নির্বাচিত এমপি মিনু বলেন, আমি একজন মুসলিম নারী। আমি ইসলামের নিয়মকানুনকে সম্মান করি ও মেনে চলি। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাথায় কাপড় না দিয়ে ছবি প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ