মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অবশেষে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পকে সমর্থন না দেয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করে নতুন প্রতিজ্ঞা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী স্পিকার পল রায়ান। মত পার্থক্য সত্ত্বেও ট্রাম্পের সাথে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। ৮ নভেম্বর ২০১৬ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজনের চেষ্টা করছেন উল্লেখ করে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। গত বুধবার নিউ জার্সিতে প্রচারণায় গিয়ে ট্রাম্পের বাগাড়ম্বর ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানান হিলারি। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন সাবেক এই ফার্স্ট লেডি। ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন বলেন, আমরা রিপাবলিকান প্রার্থীর কাছ থেকে বিভাজন ও ঘৃণার বক্তব্য শুনেছি। তাদের দলেরই আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, বিভাজিত কংগ্রেসে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয়া যায় না। আমরাও যুক্তরাষ্ট্রে ঐক্যের রাজনীতি দেখতে চাই, বিভাজনের নয়। ট্রাম্প ইস্যুতে রিপাবলিকান দলের নেতাদের মধ্যে ভাঙন এবং মতভেদ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্পের সাথে বৈঠক করেছেন স্পিকার পল রায়ান। পারস্পরিক পার্থক্য ঘুচিয়ে দলকে ঐক্যবদ্ধ করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই খোদ রিপাবলিকান দলের অনেক নেতাই বিরোধিতা করে আসছে তার। বিশেষ করে ট্রাম্পের উদ্ধত আচরণ এবং উস্কানি ও ঘৃণামূলক মন্তব্যের জন্য। এর মধ্যে রিপাবলিকান দলের সর্বোচ্চ নেতা স্পিকার পল রায়ান অন্যতম। ট্রাম্প প্রেসিডেন্ট দৌড়ের শুরু থেকে ১৬ জন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীকে পেছনে ফেলে শেষে যখন একাই এসে দাঁড়িয়েছেন মনোনয়নের জন্য, তখন স্পিকার রায়ান তাকে সমর্থন ও অনুমোদন দিতে রাজি হননি। কিন্তু ভোটারদের চাপের মুখে এবার তিনি সেই জায়গা থেকে সরে এসে ট্রাম্পের সাথে একত্রে কাজ করার প্রতিজ্ঞা করেছেন। খবরে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে দলের এক বৈঠকে স্পিকার পল রায়ান বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে ঐক্য প্রয়োজন। এর কোনও বিকল্প নেই। তিনি বলেন, দলে বিভাজন নিয়ে আমরা কোনওভাবেই প্রেসিডেন্ট নির্বাচনে যেতে পারি না। দলের বিভিন্ন শাখার নেতাদের মধ্যে মতের বিরোধ থাকবেই। জুলাইয়ে জাতীয় কনভেনশনের আগেই এটি দূর করতে হবে। এপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।