Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিকা মোকাবেলায় সেনা নামাচ্ছে ব্রাজিল

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিকা ভাইরাস বহনকারী মশার বিরুদ্ধে লাড়াইয়ে দুই লাখ ২০ হাজার সেনা সদস্য মোতায়েন করছে ব্রাজিল সরকার। সেনা সদস্যরা বাড়ি বাড়ি যাবে এবং জিকা ভাইরাস বিস্তার রোধে করণীয় লেখা লিফলেট বিতরণ করবে বলে জানিয়েছে বিবিসি। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো ক্যাস্ট্রো বলেন, ১৩ ফেব্রুয়ারি থেকে সেনা সদস্যরা কাজ শুরু করবে। জিকা ভাইরাসের সঙ্গে ছোট মস্তিষ্কের শিশু জন্মগ্রহণের সম্পর্ক থাকতে পারে আতঙ্কে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এ অবস্থাকে বলা হয় মাইক্রোসেফালি। এতে আক্রান্ত শিশুদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে ওই শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, শারীরিক বৃদ্ধি বিলম্বিত হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এ রোগের কোনো টিকা বা চিকিৎসা নেই। জিকা ভাইরাস মোকাবেলায় ব্রাজিল পেরে উঠছে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, ব্রাজিলের ইতিহাসে গণস্বাস্থ্যের জন্য হুমকির সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হচ্ছে জিকা ভাইরাসের বিস্তার। এডিস মশা জিকা ভাইরাস বিস্তারের জন্য দায়ী। এই মশা ডেঙ্গু রোগের ভাইরাসও বহন করে। মন্ত্রী বলেন, এডিশ মশা বংশবিস্তার রোধে জনগণ যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তবেই শুধুমাত্র জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিকা মোকাবেলায় সেনা নামাচ্ছে ব্রাজিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ