Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্জনে বিরুষ্কার অ্যাডভেঞ্চার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৬ পিএম

ক্রিকেট থেকে বহু দূরে। একসঙ্গে নির্জনে সময় কাটাচ্ছেন দু’জনে। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। সোমবারই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেশে ফিরেছেন বিরাট কোহালি। তবে নিউজিল্যান্ডে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়ে বিরুষ্কা জুটির রোম্যান্টিক প্রেম পর্বের ছবি পোস্ট করার পালা চলছে। মঙ্গলবারই টুইটারে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ছবি পোস্ট করেছেন কোহালি।
একটি ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অনুষ্কার হাত ধরে হাঁটছেন কোহালি। যে ছবি টুইট করে ভারত অধিনায়ক লিখেছেন, ‘তুমি আমার’। অন্য ছবিতে দেখা যাচ্ছে পাহাড় এবং জলে ঘেরা উপত্যকায় দাঁড়িয়ে রয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাডভেঞ্চার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ