Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়নপত্র কিনলেন ৪ জন

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৯ এএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এবার আ’লীগের মনোনয়নপত্র কিনলেন ৪জন । এরা হলেন, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,বাংলাদেশ আ’মীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী ও কেরানীগঞ্জ উপজেলা আ’মীলীগের সদস্য ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ তাহের আলী। মঙ্গলবার(০৫ফেবৃুয়ারী) দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কার্যালয় থেকে তারা এই মনোনয়নপত্র কেনেন। এসময় প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যক্তিগত সহকারী মোঃ তোফায়েল আহমেদ জানান,উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন,ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন,ঢাকা জেলা পরিষদের মহিলা সদস্য ও জেলা যুবমহিলালীগের আহবাহিকা শিলারা ইসলাম শাহীন আহমেদের পক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র কেনেন। তিনি পরপর দুইবার বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং প্রাথমিক শিক্ষাক্ষেত্রে দুইবার বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে তিনি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।শুধু চেয়ারম্যান পদে অধিষ্টিত থাকার কারণে তিনি দলীয় মনোনয়ন পাননি।অপরদিকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় উপকমিটির সহসম্পাদক আলতাফ হোসেন বিপ্লব জানান,আমি ২০০৪ সালে ২১ আগস্ট আ’মীলীগের দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। আমি রামের কান্দা ইস্পাহানী বিশ্ব বিদ্যালয় কলেজের এজিএস ও ভিপি ছিলাম এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদেও ছিলাম। ঢাকা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম(বাহাদুর বেপারীর কমিটি)। এদিকে মনোনয়ন প্রত্যাশী ইউসুফ আলী চৌধুরী ইতিপূর্বেও একবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন । তবে মোঃ তাহের আলী কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই প্রথম উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কিনলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ