Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবিসি সংস্কারে শ্বেতপত্র ট্রাস্ট বিলুপ্তির ঘোষণা

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বড় ধরনের পরিবর্তন আসছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে। এর আওতায় বিলুপ্ত হতে যাচ্ছে বিবিসি ট্রাস্ট। এছাড়া আরও কিছু পদক্ষেপ সম্বলিত একটি সুপারিশমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। বিবিসি’র তহবিল ও ভবিষ্যৎ নিয়ে সরকারের শ্বেতপত্রে প্রতিষ্ঠানটির ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, বিবিসি ট্রাস্ট বিলুপ্ত করা হবে এবং একটি একক বোর্ড গঠন করে তার কাছে প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনার ভার দেয়া হবে। আর টিভি ও রেডিও সেক্টর পরিচালনাকারী অফকম বিবিসি’র বাহ্যিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। করপোরেশনটির সব সার্ভিস পরিচালনার ভার থাকবে অফকমের ওপর। ব্রিটিশ পার্লামেন্টে শ্বেতপত্রটি উপস্থাপন করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জন উইটিংডেল। এতে বলা হয়েছে, বিবিসি ট্রাস্ট বিলুপ্ত করা হবে এবং একটি একক বোর্ড গঠন করে তার কাছে প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনার ভার দেয়া হবে। আর টিভি ও রেডিও সেক্টর পরিচালনাকরী অফকম বিবিসি’র বাহ্যিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। করপোরেশনটির সব সার্ভিস পরিচালনার ভার থাকবে অফকমের ওপর। নানান অস্বচ্ছতার অভিযোগ তুলে ইতোপূর্বেই প্রতিষ্ঠানটির ট্রাস্ট বিলুপ্তির সুপারিশ করেছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। অনেক এমপি’র মতে, ট্রাস্ট প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় এটি বিলুপ্ত করা প্রয়োজন। এক বছর আলাপ আলোচনার পর সরকারের শ্বেতপত্র উপস্থাপনকে স্বাগত জানিয়েছেন বিবিসি’র মহাপরিচালক টনি হল। বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবিসি সংস্কারে শ্বেতপত্র ট্রাস্ট বিলুপ্তির ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ