Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম মুসলিম মহিলা স্পিকার নির্বাচিত হলেন আরাস

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে প্রথমবারের মতো একজন মুসলিম মহিলা সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যাপক ব্যবধানে গ্রিন পার্টির হয়ে ৫০ বছর বয়স্ক মুরতেরেম আরাস জার্মানির বাডেন উটেমবার্গের স্পিকার নির্বাচিত হন। একে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। গত বুধবার জনপ্রিয় একটি অভিবাসনবিরোধী দলকে হটিয়ে বাডেন উটেমবার্গ প্রদেশে তিনি পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হোন। উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা আজ ইতিহাস লিখেছি। আমার এই বিজয় উন্মুক্ততা, সহনশীলতা এবং ঐক্যের ইঙ্গিত দেয়। তুরস্কে জন্মগ্রহণকারী আরাস ছোটবেলায় তার বাবা-মার সঙ্গে জার্মানির স্টুটগার্ট শহরের কাছাকাছি একটি এলাকায় বসবাস করেন। এরপর অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষে নিজের একটি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠান খোলেন। তার রাজনৈতিক জীবন শুরু ১৯৯২ সালে। স্থানীয় কাউন্সিলে গ্রিন পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হোন। ক্রমেই দলকে তিনি জনপ্রিয় করে তোলেন এবং বাডেন উটেমবার্গ প্রদেশ পার্লামেন্ট প্রতিনিধিত্ব করার পর্যায়ে নিয়ে যান। এবার তিনি ৯৬ জন স্থানীয় এমপির ভোটে প্রথম মুসলিম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। এমন এক পরিস্থিতিতে আরাস নির্বাচিত হলেন যখন গত মঙ্গলবারও জার্মানিতে রেলস্টেশনে আল্লাহু আকবার বলে চারজনকে ছুরিকাহত করা হয়েছে; ধর্ম, অভিবাসন এবং চরমপন্থা যেখানে অব্যাহত উত্তেজনা বিরাজ করছে। জার্মানির অভিবাসনবিরোধী দলের সদস্যরা আরাসের প্রথম অধিবেশনে তাকে স্বাগত জানানোর সভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে, অভিবাসনবিরোধী দল ইসলাম দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মিনার এবং বোরখা নিষিদ্ধ করার ইশতেহার নিয়ে স্থানীয় নির্বাচনে রেকর্ড সাফল্য অর্জন করেছে। এ ছাড়া বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপে দেখা যাচ্ছে, জার্মানরা প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন যে, ইসলাম তাদের দেশে অবাঞ্ছিত। প্রসঙ্গত, মুহতেরেমের রাজনীতি জীবন শুরু হয় ১৯৯২ সালে। সে বছরই তিনি গ্রিন পার্টিতে যোগ দেন। জার্মানি যখন ধর্ম, অভিবাসন ও উগ্রপন্থিদের নিয়ে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এমন এক সময়ে প্রথম মুসলিম মহিলা স্পিকার নির্বাচিত হলেন তিনি। মোট এমপিদের মধ্যে ৯৬ জনের সমর্থন পেয়ে স্পিকার নির্বাচিত হন মুহতেরেম। গ্রিন পার্টি দেশটিতে অভিবাসন-বিরোধী হিসেবে পরিচিত। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম মুসলিম মহিলা স্পিকার নির্বাচিত হলেন আরাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ