Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বায়ত্ত্বশাসন পেলো মিন্দানাওয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৬ পিএম

ফিলিপাইনের দক্ষিণের সংঘাত কবলিত মুসলিম অঞ্চল মিন্দানাওয়ে স্বায়ত্ত্বশাসনের প্রশ্নে গণভোটে ‘হ্যা’ ভোট জয় পেয়েছে। ৮৫ শতাংশ ভোটার স্বায়ত্ত্বশাসনের পক্ষে ভোট দিয়েছে বলে শুক্রবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
স্বাধীনতার দাবিতে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) ১৯৭০ সাল থেকে ফিলিপানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে। বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত প্রায় দেড় লাখ লোক নিহত হয়েছে। গণভোটের সিদ্ধান্ত হওয়ার পর এমআইএলএফ অস্ত্র সমর্পণ করেছিল। এবার দলটি মিন্দানাওয়ের সরকার গঠন করবে।
এমএলএফ নেতা মুরাদ ইব্রাহীম ভোটের ফল ঘোষণার পর বলেছেন, ‘জনগণের ব্যাপক সমর্থণে আমরা অত্যন্ত আনন্দিত।’
স্বায়ত্ত্বশাসিত নতুন এই অঞ্চলটির নাম হবে বাংসামোরো। এই আঞ্চলিক সরকারের হাতে অবকাঠামো নির্মাণ, ৫০ লাখ বাসিন্দার জন্য স্বাস্থ্যসেবা, স্কুল ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও রাজস্ব আদায়ের ক্ষমতা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, নিরাপত্তা এবং পররাষ্ট্র ও আর্থিক নীতি নির্ধারণের দায়িত্বে থাকবে। আশেপাশের কয়েকটি এলাকা বাংসামোরোর সঙ্গে যোগ দেবে কিনা সেই প্রশ্নে আগামী ৬ ফেব্রুয়ারি গণভোট হবে।



 

Show all comments
  • citizen ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৩৭ পিএম says : 0
    Good. Welcome to the Moro freedom fighters. Muslim world should come forward to help the new born country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিন্দানাওয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ