Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন ডাচ এমপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৫ এএম

ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯) ইসলাম ধর্মগ্রহণ করেছেন।

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে ইসলাম নিয়ে পড়াশুনা করতে গিয়ে শান্তির এ ধর্ম নিয়ে তার ভুল ভাঙে। খবর ডেইলি সাবাহর।

হল্যান্ডে মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল।

তখন থেকেই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং ২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন। গত সোমবার তিনি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।

ভ্যান ক্লাভেরেন দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন।

তিনি একই দলের আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেণ। ডোর্নও ইসলাম ধর্মগ্রহণ করেন।

এর আগে হল্যান্ডের কট্টর ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স পার্লামেন্টে ইসলামবিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে ওই দুই এমপি এর জোরালো প্রতিবাদ করেন।

পরে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং পরে ইসলাম ধর্মগ্রহণ করেন।



 

Show all comments
  • শফিউর রহমান ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৮ পিএম says : 0
    ইসলাম সত্য ধর্ম বলেই পৃথিবীতে মুসলমানদের উপর এত অত্যাচার তার কারন শয়তান শয়তানী কাজ করার জন্যই ব্যস্ত । তাই যারা সচেতন তারা সবই জানে এবং বুজে । আশা করি সচেতন ব্যাক্তিরাই এর ভাল মন্দ বুজেন । কিছু কিছু মুসলমান নামদারী নাস্তীক ক্ষমতা ও ধন দৌলতের জন্য অপ বেক্ষা দিয়ে সমাজের মানূষকে দ্বীমত পোষনে বাদ্য করে । অতএব আমি বলব এদরনের নামদারী শয়তান থেকে সবাইকে দূড়ে থাকতে হবে । মোহান আল্লাহ সবার জন্য (১৮০০০ মাখলুকাতের সৃষ্টি কর্তা) ।
    Total Reply(0) Reply
  • Jack Sparrow ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৩ পিএম says : 0
    Al-Hamdulillah
    Total Reply(0) Reply
  • সাইফ ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১:২৩ পিএম says : 0
    আল্লাহুআকবার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম ধর্ম গ্রহণ

১১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ