Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ইনিংসেই দ্বিশতক!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

 বিরল এক রেকর্ডের অধিকারী হলেন শ্রীলঙ্কার ননডেসক্রিপটস ক্রিকেট ক্লাবের (এনসিসি) অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। প্রথম শ্রেনীর ক্রিকেটে একই ম্যাচের দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেছেন পেরেরা। ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডার।

আগের রেকর্ডটি সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে প্রায় আট দশক পেছনে। ১৯৩৮ সালে ২৩ বছর বয়সী কেন্ট ব্যাটসম্যান আর্থার ফাগ এসেক্সের বিপক্ষে করেছিলেন ২৫৫ ও অপরাজিত ২০২ রান। এবার সুপার এইটের খেলায় সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিপক্ষে পেরেরা প্রথম ইনিংসে ২০১ রান করেন মাত্র ২০৩ বলে। চার দিনের ম্যাচে পেরেরা দ্বিতীয় ইনিংসে করেন ২৬৮ বলে ২৩১ রান।
শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেট এই মৌসুমে চলছে দ্বিশতকের মহোৎসব। ইতোমধ্যে হয়ে গেছে ১৪টি ডাবশ হান্ড্রেড। একমাত্র পেরেরাই এই কর্ম করতে পেরেছেন দুইবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিশতক!

৫ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ