Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মারুফ সরকার: | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

শপথ গ্রহণ করলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটি। গত রোববার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান আবদুল লতিফ বাচ্চু। শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালক সমিতির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। গত ২৫ জানুয়ারি বিএফডিসিতে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৮৩ ভোট পেয়ে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও ১৫৭ ভোট পেয়ে বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন। দুজনই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬১ ভোট পেয়ে মনতাজুর রহমান আকবর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। উপ-মহাসচিব পদে শাহীন সুমন ১৪৫, কোষাধ্যক্ষ পদে মো. সালাউদ্দিন ১৭৬, সাংগঠনিক সচিব পদে কবিরুল ইসলাম রানা ১৪১, আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক ২৩০, সাংস্কৃতি ও ক্রীড়া সচিব পদে শাহীন কবির টুটুল ২০০, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে মো. আনোয়ার সিরাজী ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আবুল খায়ের বুলবুল ১৭১, আবদুস সামাদ খোকন ১৭১, আহমেদ ইলিয়াস ভ‚ইয়া ১৭৫, এম. এ আউয়াল ১৭৭, সাঈদুর রহমান সাঈদ ১৪২, সোহানুর রহমান সোহান ২৪৪, ছটকু আহমেদ ২৪১, কমল সরকার ১৪১, নূর মোহাম্মদ মনি ১৯৭, মোস্তাফিজুর রহমান বাবু ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন আর অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী। এ ছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি নির্বাচন করেন। মনতাজুর রহমান আকবর ও শাহ আলম কিরণ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাসচিব পদে লড়েছেন তিনজন-বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন, বজলুর রাশেদ চৌধুরী ও সাফিউদ্দিন সাফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ