উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
পরিচালক শাহ মোহম্মদ সংগ্রামের ভোটদানের মধ্যে দিয়ে এবারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে ১৯ পদের জন্য মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি প্যানেলে মোট ৩৮ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেলে ১৯ জন এবং বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেলে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। মোট ভোটার ৩৬১ জন।
২০১৬ সালের নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। প্যানেলগুলো হলো- আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন। দুই বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার থাকলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়।