Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবিরোধী অভিযানে ফিলিপাইন্সে নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:২১ পিএম

নিহতদের অন্তত পাঁচ জন সেনাবাহিনীর সৈনিক৷ অপর তিন জন জঙ্গি সংগঠন আবু সায়াফ-এর সদস্য বলে জানা গেছে৷ একটি ক্যাথিড্রালে বোমা হামলায় ২৭ জন নিহত হওয়ার পর ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে এ অভিযান শুরু করেছে সেনাবাহিনী৷

গভীর জঙ্গলে জঙ্গি আস্তানার খোঁজে এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে জঙ্গিদের৷ এ অভিযান জঙ্গি ঘাঁটি নির্মূল করার আগ পর্যন্ত চলবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

২৭ জানুয়ারি সুলু প্রদেশের রাজধানী জলোতে আওয়ার লেডি অব মাউন্ট কারমেল ক্যাথিড্রালে দুই আত্মঘাতি জঙ্গি বোমা হামলা চালায়৷ সেই হামলায় ২৭ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন৷ হামলায় অংশ নেয়া দুইজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে৷ আত্মঘাতী হামলাকারীরা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করা আবু সায়াফ জঙ্গি গোষ্ঠির সদস্য বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন৷ তবে ইন্দোনেশিয়ার সরকার এখনো এ তথ্য নিশ্চিত করতে পারেনি৷ সূত্র: ডয়েচ ভ্যালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ