Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কাল

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের যুগ্মমহাসচিব হাবীব উন নবী খান সোহেলসহ দলের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে আগামীকাল (শনিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল (বৃহস্পতিবার) পৃথক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের ধারাবাহিকতা সরকারি মদদে পুলিশের দেয়া চার্জশিট। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলটির বিভিন্ন স্তরের নেতার বিরুদ্ধে মামলা এবং চার্জশিট দেয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার দেশের সব থানা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
পৃথক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু জানান, স্বেচ্ছাসেবক দলের তরফ থেকে দেশের সব জেলা, মহানগর ও থানায় বিক্ষোভ মিছিল করবেন সংগঠনের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ