Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হকিতেও বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির সংকট কেটেছে মাত্র ক’মাস আগে। হকি ফেডারেশনের নির্বাচনী জটিলতায় তিন বছর সঙ্কটে ছিলো দেশের তৃতীয় জনপ্রিয় এই খেলাটি। অবশেষে সব সঙ্কট দূর হয়েছে। হকি ফিরেছে টার্ফে। সব দলের অংশগ্রহণে শুরু হয়েছে মর্যাদাপুর্ণ প্রিমিয়ার লিগও। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপির আন্তরিক সহযোগিতার কারণে। তার উদ্যোগেই দীর্ঘদিনের সঙ্কট কাটাতে পেরেছে হকি ফেডারেশন। শুধু তাই নয়, হকির সঙ্কট দূর করা ছাড়াও পাপন কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন, জাতীয় হকি দলের জন্য বিদেশী কোচ আনতে যে পরিমাণ অর্থের প্রয়োজন পরবে তার সবই যোগান দেবে বিসিবি। তার ঘোষণা বাস্তবে রূপ নিচ্ছে। খুব শিঘ্রই দীর্ঘমেয়াদের জন্য ভালোমানের বিদেশী কোচ পাচ্ছে হকি ফেডারেশন। কারণ বিসিবি প্রধান ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বিদেশী কোচের খরচ বাবদ বিসিবি প্রতি মাসে ১৫ হাজার ডলার দেবে হকি ফেডারেশনকে। এবং তা তিন বছর। অর্থাৎ আগামী তিন বছর হকির বিদেশী কোচের বেতন-ভাতাসহ অন্যান্য সব খরচই বহন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এছাড়া দেশের হকিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগির আশ্বাসও দিয়েছেন পাপন। তাই তো গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীণ ডেল্টা প্রিমিয়ার হকি লিগের উদ্বোধন করতে এসে পাপনই হয়ে উঠলেন পাদপ্রদীপের আলোয় আলোকিত। হকির পরন্ত যৌবনে জোয়ার এনে দেয়ায় যার অবদান সবচেয়ে বেশী, মিডিয়ার আলো তো তার দিকেই থাকবে। কিন্তু পাপন সেই আলোটা ঘুরিয়ে দিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনার দিকে। বললেন, ‘ঘরোয়া হকির সঙ্কট দুর করার পেছনে আমার কোন অবদান নেই। পুরো অবদানই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনিই। আমি সমস্যা সমাধানে মিডিয়া হিসেবে কাজ করেছি, আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তার নির্দেশেই সবার সঙ্গে আলোচনা করে হকির সমস্যা সমাধানের পথ খুঁজেছি।’ তিনি আরো বলেন, ‘অনেকেই বলেন, ক্রিকেট এখন বাংলাদেশের জনপ্রিয় খেলা। সত্যিই তাই। কিন্তু আমরা জনপ্রিয় খেলা বলতে আগে জানতাম ফুটবল। এরপরেই হকি। যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা যায় তাহলে এদেশের হকি অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য ফেডারেশনকে জেলা পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় বের করে আনতে হবে।’ হকিতে পুল প্রথা করে খেলোয়াড়দের মাসিক বেতন কাঠামো চালু করতে বলেন বিসিবি প্রধান। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘হকিতে উন্নয়নের জোয়ার আনতে হওে পুল পদ্ধতি চালু করতে হবে। খেলোয়াড়দের মাসিক বেতন দিয়ে আর্থিকভাবে সহায়তা করতে হবে। খেলোয়াড়রা আর্থিক সহায়তা না পেলে হকি এগুবে না।’ বিসিবির সভাপতি বলেন, ‘দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশের খেলাধূলাও। তবে সবকিছুর পেছনেই প্রয়োজন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। সেটা করতে হবে হকি ফেডারেশনকেই। কারণ বিসিবি তো আর সব কিছু করে দিতে পারবে না। তবে আমি আশা করি এই লিগ দিয়েই হকি নতুন যাত্রা শুরু করবে। বাংলাদেশের হকির র‌্যংকিং এখন ২৮/২৯, পাঁচ বছরে একে ১৫-তে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হকির অবস্থান উঁচুতে পৌঁছাবে। আমি মনে করি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিলে, এটি অর্জন করা সম্ভব।’
হকিতে বিদেশী কোচের আর্থিক বিষয়ে পাপন বলেন, ‘আমি কোন ভূমিকা রাখতে নয়, চাই সহযোগিতা করতে। কারণ এখানে সাদেক ভাই, খাজা রহমতউল্লাহ ভাই রয়েছেন। তারাই হকির অভিজ্ঞ লোক। আমরা কেবল কোচের ব্যাপারে আর্থিক সহযোগিতা করতে পারি। বিশ্বমানের কোচের বিষয়টা হকি ফেডারেশন দেখছে। বিসিবিও বিভিন্ন দেশের হকি কোচের সঙ্গে যোগাযোগ করছে। তবে হকির জন্য ভালো কোচের খবরাখবর রাখেন হকি সংশ্লিষ্ট কর্মকর্তারাই। আমি শুনেছি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার দু’জন কোচও সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। আপাতত আমরা কোচের আর্থিক বিষয়ে সহায়তা করছি। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হলে সহযোগিতা বাড়তেও পারে। আমি ঘোষণা করছি দেশের হকিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগীতাই করবে বিসিবি।’
হকি ফেডারেশনকে আর্থিকভাবে স্বাবলম্বি করার পরামর্শ দিয়ে পাপন বলেন, ‘ফেডারেশন কর্পোরেট লীগ চালু করে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলেই আর্থিকভাবে লাভবান হতে পারে। তবে এজন্য ভালো খেলা ও পৃষ্ঠপোষকদের মাইলেজ দেয়া প্রয়োজন। যেমনটা এখন ক্রিকেটে হচ্ছে।’ তবে কেবল কোচ নয়, বিসিবির কাছ থেকে কোচিংয়ের জন্যও আর্থিক সহায়তা চাইলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ‘এটা সমন্বয়ের উদাহরন। আজ হকিতে এসে উদ্বোধন করলেন বিসিবির সভাপতি। তবে আমরা কেবল বিদেশী কোচই নয়, খেলোয়াড়দের কোচিংয়ের জন্যই বিসিবির কাছ থেকে আর্থিক সহায়তার আশা করছি।’ প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, পৃষ্ঠপোষক গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপদেষ্টা এএসএম মুইদ এবং অতিরিক্ত মহাব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী এবং বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে পাপন উদ্বোধনের পর লিগের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড গোলবন্যায় ভাসায় নবাগত রেলওয়ে এসসিকে। তারা রাজিব ও শিটুলের হ্যাটট্রিকে ১৪-০ গোলে হারায় রেলওয়েকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকিতেও বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ