Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান মনোহর

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত নভেম্বরে এন শ্রীনিবাসন অপসারিত হওয়ার পরই অবশ্য আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন শশাঙ্ক মনোহর। দায়িত্ব নিয়েই আইসিসির গঠনতন্ত্রে বদল এনে তিন মোড়ল নীতি ছুড়ে ফেলে দিয়েছিলেন প্রখ্যাত এই আইনজীবী। গত ফেব্রæয়ারির ওই পরিবর্তনে সঙ্গে এই ঘোষণাও দেওয়া হয়, এখন থেকে আইসিসি চেয়ারম্যান হবেন পুরোপুরি স্বাধীন। কোনো দেশের বোর্ডের সঙ্গে জড়িত কেউ আইসিসি চেয়ারম্যান হতে পারবেন না। এই নিয়ম মেনেই দুইদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। মনোহরের ইচ্ছেটা পূরণ হলো। গতকাল হয়ে গেলেন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান। এই পদে তাঁর প্রতিদ্ব›দ্বী অবশ্য কেউ ছিলেন না। আগামী দুই বছর অবৈতনিক এই পদে দায়িত্ব পালন করবেন ৫৮ বছর বয়সী ভারতীয় আইনজীবী। গতকালই আইসিসি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়, ‘মনোহরই ছিলেন চেয়ারম্যান পদে একমাত্র মনোনীত ব্যক্তি এবং বোর্ডও সর্বসম্মতভাবে তাঁকে সমর্থন জানিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ করতে থাকা স্বাধীন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান আদনান জাইদি তাই মনোহরকে বিজয়ী ঘোষণা করে পুরো প্রক্রিয়ায় সমাপ্তি টেনেছেন।’
এতে নিশ্চিত হয়ে গেল, এন শ্রীনিবাসনের পর আবারও আইসিসির দায়িত্ব থাকছে একজন ভারতীয়র হাতেই। তবে শ্রীনিবাসনের ‘তিন মোড়লের নীতি’র যুগ থেকে বেরিয়ে মনোহরের আইসিসি আরও অনেক বেশি ক্রিকেট-উন্নয়নে অবদান রাখবে, এমনটাই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। নির্বাচিত হওয়ার পর মনোহরও শোনালেন নতুন দিনের আগমনী গান, ‘সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে খেলাটাকে আরও ছড়িয়ে দেওয়া, আর সমর্থকদের একটা নতুন প্রজন্মকে খেলার সঙ্গে আরও সম্পৃক্ত করা। খেলাটির অতীত ইতিহাস আর রীতি তো সব সময়ই অনেক গৌরবের, এবার ক্রিকেটের ভবিষ্যকেও আরও সুন্দর করে তুলতে আইসিসির সব পক্ষের সঙ্গে মিলে কাজ করতে মুখিয়ে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান মনোহর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ