নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কাগজে-কলমে সেরা, দলের কোচ খালেদ মেহমুদ সুজন। কিন্তু আবাহনীকে যাচ্ছে না সেভাবে চেনা। ৬ ম্যাচে তিন হার, তাও আবার সর্বশেষ ২ ম্যাচের দু’টিতেই হেরে গেছে আবাহনী। ২০১০’র পর শিরোপা পুনরুদ্ধারের মিশনে স্বপ্ন যারা দেখেছে আবাহনীকে ঘিরে, তাদের সে স্বপ্ন এখন ভঙ্গ হতে বসেছে। রানে নেই লিটন, ৬ ম্যাচে সমষ্টি তার ৬৭! আর এক টপঅর্ডার অভিষেক মিশ্র’র ৬ ইনিংস মিলে রান সেখানে ৩২! টপ অর্ডারদের হাল এমন হলে আবাহনী লড়বে কিভাবে? মোহামেডানের বিপক্ষে সেরাটা খেলার অঙ্গীকার করেছিলেন, সেই মোহামেডানের কাছে ৮ উইকেটে হেরে বড় ধরনের দূর্ভাবনাই বাসা বেধেছে অধিনায়ক তামীমেরÑ‘আমরা তিনটা ম্যাচ হেরে গেছি, এখন বাকি কয়টা ম্যাচ জিততে হবে। যতোই ঘাটতি থাকুক দলে, যদি এ রকম খেলতে থাকি বিশ্বের সেরা দল নিয়েও জিততে পারবো না বা ভালো ফলাফল পাবনা। ক্রিকেট দলগত খেলা। এখানে ১১ জনকেই অবদান রাখতে হবে।’
টপ অর্ডারদের ব্যর্থতার কাটিয়ে স্কোর ২৪০ পর্যন্ত টেনে নিতে না পারার আক্ষেপ তামীমেরÑ ‘যখন তিনটা উইকেট পড়ে গেছে তখন আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। তারপরও আশা ছিল, অন্ততঃ ২৩০/২৪০ করবো। কিন্তু তা পারিনি। তারপরও ধন্যবাদ রাজু ও তাসকিনকে, কারণ ওদের জন্যই ১৮৩ হয়েছে। একটা পর্যায়ে আমিতো ভেবেছিলাম ১২০ ও বুঝি হবেনা।’ মোহামেডান-আবাহনী ম্যাচের উত্তাপ এর আগেও লেগেছে তামীমের। ২০০৮-৯ মওশুমে মোহামেডানের হয়ে হারিয়েছেন আবাহনীকে। সেই মোহামেডান-আবাহনীর ম্যাচ এতোটা একপেশে দেখে নিজের কাছেই লাগছে খারাপÑ ‘মোহামেডান-আবাহনীর ম্যাচ এর আগেও অ ওয়ান সাইডেড হয়েছে। তবে আবাহনী ও মোহামেডানে খেলার মধ্যে এটাই সবচেয়ে খারাপ ম্যাচ মনে হয়েছে।’
এদিকে নিজের বোলিংয়ে মোহামেডান-আবাহনীর ম্যাচকে একপেশে করতে পেরে ভীষণ খুশি পেস বোলার শুভাশিষÑ‘ অধিনায়ক আমাকে বলেছিলেন, যতো পার ডট বল করো। আমি সে চেষ্টাই করেছি। আমরা আমাদের প্লানে সফল। বড় ব্যবধানে জিততে পেরেছি, মোহামেডান-আবাহনী ম্যাচ একপেশে হলেও তাই আমি খুশি।’ জানেন, আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে মোহামেডান ক্রিকেট দল গতকালই ৪ লাখ টাকা বোনাসের ঘোষণা পেয়ে গেছে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং সেক্রেটারি ২ লাখ টাকা করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।