নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আবাহনীর কাছে ৯ রানে হারটাই যেনো একটু বেশি তাতিয়ে দিয়েছে ভিক্টোরিয়াকে। ওই ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ এনে প্রকারান্তরে আম্পায়ারদেরও চাপে রেখেছে শতবর্ষী ক্লাবটি। তার সুফলই পাচ্ছে তারা। ৫ম রাউন্ডে গতবারের রানার্স আপ প্রাইম দোলেশ্বরকে ৫৯ রানে হারিয়ে দেয়ার পর গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে বৃষ্টি বিঘিœত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডে ৯ রানে হারিয়ে দিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে ভিক্টোরিয়া।
বিকেএসপিতে প্রাইম ব্যাংককে ২৭৪/৭ এ আটকে ফেলে ভিক্টোরিয়া ইনিংসের শুরু থেকেই আস্কিং রান রেট তাড়া করে খেলেছে। আকাশে ঘন মেঘ দেখে ডাকওয়ার্থ-লুইস মেথডের সমীকরন মেলানোর কথাই মাথায় রেখেছে ভিক্টোরিয়া। ৫৬ রানে দুই টপ অর্ডার মজিদ এবং মুমিনুলকে হারিয়েও দূর্ভাবনা পিছু নেয়নি দলটির। বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দি শুভ এদিন ব্যাটসম্যান হিসেবে হয়েছেন আবির্ভূত। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৭৯তম ম্যাচে দেখেছেন প্রথম সেঞ্চুরির মুখ (১১৮ বলে ৬ চার ২ ছক্কায় ১০৫*)। লেট অর্ডারে ব্যাটিংয়ে অভ্যস্ত যিনি, সেই সোহরাওয়ার্দি শুভ গতকাল নেমেছেন ওপেনিংয়ে! প্রথম রানটির জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে ৯ম বল পর্যন্ত, প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট পেস বোলার শচীন রানাকে বাউন্ডারিতে সেই যে আত্মবিশ্বাস ফিরে পেলেন, আর তাকাননি পেছনে। নাজমুল এবং মুনিরকে ছক্কায় মাতিয়ে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন। আল আমিন জুনিয়রকে নিয়ে তৃতীয় জুটিতে ১৫০ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। চলমান আসরের আবিস্কার আল আমিন জুনিয়র এদিন নট আউট ছিলেন ৮২ রানে। ৬ ম্যাচে ১ সেঞ্চুরি ৪ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭২ রানে পৌছে গেলেন তিনি। বিকেএসপিতে বৃষ্টি যখন দেয় হানা, তখন (৪২.১ ওভারে) ২০৩ রানের টার্গেট ছিল ভিক্টোরিয়ার, সেখানে তখন তাদের স্কোর ২১১/২, ফলে ৯ ডাকওয়ার্থ লুইস মেথডে ৯ রানে জিতেছে দলটি। এই জয়ে ৬ ম্যাচ শেষে ভিক্টোরিয়ার সংগ্রহ ৯ পয়েন্ট, অন্যদিকে ৩য় হারে ৬ পয়েন্টে আছে প্রাইম ব্যাংক।
ফতুল্লায় প্রাইম দোলেশ্বর টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরেছে ৬ উইকেটে। বৃথা গেছে প্রাইম দোলেশ্বরের চামারা সিলভার ৮৯ রানের ইনিংস। সেই ইনিংস মøান করে লিজেন্ডসের মোশাররফ রুবেল খেলেছেন ম্যাচ উইনিং ৮১ রানের ইনিংস। তাকে সঙ্গ দিয়েছেন মিঠুন (৫১) ও রাতুল (৫১)। ২১৭’র জবাব দিতে লিজেন্ডস ২২ বল হাতে রেখে করেছে উৎসব। এই জয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৯ পয়েন্ট। অন্যদিকে টানা দ্বিতীয় হারে ৬ ম্যাচ শেষে প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ৮ পয়েন্ট।
স ং ক্ষি প্ত স্কো র
প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া
প্রাইম ব্যাংক : ২৭৪/৭ (৫০.০ ওভারে), মেহেদী মারুফ ৬৩, শেহনাজ ৩৬, রুম্মান ১৩, সোহান ৪০, শুভাগতহোম ২১, শচীন রানা ৩৫, কামরুল রাব্বী ২/৫৩, এনামুল ২/৩১, সোহরাওয়ার্দি শুভ ১/৫২, চাতুরঙ্গা ১/৬৪। ভিক্টোরিয়া : ২১১/২ (৪২.১ ওভারে), মজিদ ১৬, সোহরাওয়ার্দি শুভ ১০৫*, মুমিনুল ৩, আল আমিন জুনি. ৮২*, শুভাগতহোম ১/৩৩, মুনির ১/৫১।
ফল : ডাকওয়ার্থÑলুইস মেথডে ভিক্টোরিয়া ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সোহরাওয়ার্দি শুভ (ভিক্টোরিয়া)।
প্রাইম দোলেশ্বরÑলিজেন্ডস অব রূপগঞ্জ
প্রাইম দোলেশ্বর : ২১৬/১০ (৪৮.২ ওভারে), তান্না ০, রকিবুল ২৭, রনি ২৫, চামারা সিলভা ৮৯, সানজামুল ২৫, মোশাররফ রুবেল ১/২৭, আবু হায়দার রনি ২/২৫, নাহিদুল ২/৫২। রূপগঞ্জ : ২২২/৪ (৪৬.২ ওভারে), মিজানুর ২৭, সৌম্য ০, মিঠুন ৫১, মোশাররফ রুবেল ৮১, রাতুল ৫১*, নাসির ১/৩৫, সানজামুল ১/৪৩, রবি ১/২৯।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোশাররফ রুবেল (লিজেন্ডস)্
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।