Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো হাসপাতালে কারাবন্দী নওয়াজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৭ পিএম

শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে যেতে হয়েছে পাকিস্তানের কারাগারে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। শনিবার স্থানীয় সময় বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ বলছেন, ‘পাঞ্জাব সরকারের নির্দেশে আমার বাবাকে পুনরায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে নওয়াজ শরিফের এ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকদের ছয় সদস্যের একটি বিশেষ দলের পরামর্শেই সাবেক এ পাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পূর্বাঞ্চলীয় লাহোর শহরের কোট লাখপাত কারাগার থেকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার যাবতীয় মেডিকেল চেক-আপ এবং নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
কারাগারের এক কর্মকর্তা জানান, বর্তমানে নওয়াজ শরিফের বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসেও অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যদিও প্রথম থেকে তিনি তার বিরুদ্ধে আনীত সব ধরনের অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে আসছেন।
এদিকে গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সূত্র: পাকিস্তান টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ