মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এবার এই সম্পর্কে নতুন মাত্রা যোগ করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। চীনে গাধা রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তানের জিও টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউজ ১৮।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পশুসম্পদ দফতর জানিয়েছে, এ বিষয়ে অচিরেই চীন সরকারের সঙ্গে পাকিস্তানের চুক্তি সই হবে।
জানা গেছে, একাধিক গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। চীনে বিভিন্ন পর্যায়ে গাধা রফতানি করবে দেশটি। প্রথম পর্যায়ে দুর্বল গাধাগুলোকে পাঠানো হবে। জিও টিভি জানায়, প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা সংস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।