নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতকালই বিপিএলের শেষ পর্বের টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি। সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে আগামীকাল। সেদিনের ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। শেড দেওয়ার গ্যালারির টিকিট ৪০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৭০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজার টাকা। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকেই। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে বুধবার। সেদিনের ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা। শেড দেওয়ার গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা। টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার থেকে। আগামী শুক্রবার হবে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে টিকিট করতে হবে ৪ হাজার টাকায়। শেড দেওয়ার গ্যালারির টিকিটের মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী বৃহস্পতিবার।
অনলাইনে দুটি প্ল্যাটফর্মে কেনা যাবে টিকিট, ঝযড়যড়ু.পড়স ও টপধংয-এ। এছাড়া টিকিট কেনা যাবে বুথ থেকেও। মিরপুরে দুটি বুথে বিক্রি হবে টিকিট। একটি সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে, আরেকটি শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে পাওয়া যাবে টিকিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।