নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়া’ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। টানা ৫ ম্যাচ হারের পর লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের বিপিএলের চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
মিরপুরে গতকাল খুলনার ছুড়ে দেওয়া মাত্র ১২৩ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখে পেরিয়ে যায় ঢাকা। উপুল থারাঙ্গা (৩০ বলে ৪২) ও সুনীল নারাইনের (১৩ বলে ৪ ছক্কায় ৩৫) উড়ন্ত শুরুর পর তুলির শেষ আঁচড় টানেন নুরুল হাসান (২৭) ও কিরান পোলার্ড (৯)। এর আগে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে আটকে যায়। শুরু করেও ক্রিজে দাঁড়াতে পারেননি ব্রান্ডন টেলর (১৮), মাহমুদউল্লাহ (১৪), শান্ত (২৪), আল-আমিনরা (১২)। সর্বোচ্চ ৩০ রান করেন ডেভিড ওয়াইজ। শেষ তিন ব্যাটসম্যান হন রান আউটের শিকার।
১২ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার তলানীতে থেকে আসর শেষ করল খুলনা। সমান ৬টি করে জয় নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় রাজশাহী কিংসকে টপকে শীর্ষ চারে উঠে গেল ঢাকা। কোয়ালিফায়ার রাউন্ডে ওঠা বাকি তিন দল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটানস: ২০ ওভারে ১২৩/৮ (টেইলর ১৮, জুনায়েদ ২, মালান ৭, মাহমুদউল্লাহ ১৪, শান্ত ২৪, আল আমিন জুনিয়র ১২, ভিসা ৩০, তাইজুল ১২, সাদ্দাম ১, জুনাইদ ০*; রাসেল ৪-০-১৪-০, রুবেল ৪-০-২৭-২, সাকিব ৪-০-৩২-২, নারাইন ৪-০-২০-১, অনিক ৩-০-২০-১, মাহমুদুল ১-০-১০-০)
ঢাকা ডায়নামাইটস: ১৪.৫ ওভারে ১২৪/৪ (থারাঙ্গা ৪২, নারাইন ৩৫, সাকিব ১, মিজানুর ০, সোহান ২৭*, পোলার্ড ৯*; শুভাশিস ১-০-১৫-০, জুনাইদ ৩-০-২৩-০, সাদ্দাম ২-০-২৬-১, ভিসা ২-০-১৭-০, মাহমুদউলাহ ৩-০-১৪-২, তাইজুল ৩-০-২৩-১, মালান ০.৫-০-৩-০)
ফল: ঢাকা ৬ উইকেটে জয়ী
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।