পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী সরকারের অর্থ ও পরিকল্পনা এবং বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী একসঙ্গে ঢাকা আসছেন। এরা হলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন মাজিদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির। তাদের সঙ্গে থাকছে বিশাল বিনিয়োগ প্রতিনিধিদল। আগামী সপ্তাহে তাদের সফরটি হওয়ার প্রস্তাব রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই সউদী মন্ত্রীর সফরটি নিশ্চিত হবে তবে সফরের তারিখ খানিকটা পিছিয়ে যেতে পারে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, সউদী বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। সউদী সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী আসছেন। ঢাকাস্থ সউদীর রাষ্ট্রদূত এ নিয়ে আলোচনা করে গেছেন। আমি আশা করছি, ওই সফরে তারা বড় বিনিয়োগের প্রস্তাব করবেন। আমরা তাদের বিনিয়োগ চাই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফরের বিষয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। একজন উর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাতে বলেন, সউদী আরবের এত হাই প্রোফাইল ডেলিগেশনের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। বিশেষ করে বিনিয়োগের আলোচনায় অতীতে সউদী আরবের তরফে এমন আগ্রহ দেখানো হয়নি। হাইপ্রোফাইলের কারনেই সফরসূচী চূড়ান্ত করতে একটু সময় লাগবে। এতে করে সফরের তারিখ আগামী সপ্তাহে না হয়ে আরেকটু পিছিয়ে যেতে পারে।
দায়িত্বশীল সূত্র মতে, সউদী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন মাজিদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে প্রতিনিধিদলটি আসবে। সেই দলে সউদী ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং পাবলিক ইনভেস্টমেন্ট বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকছেন। সূত্র জানায়, শেষ পর্যন্ত প্রতিনিধিদলে মন্ত্রী ও কর্মকর্তাদের সংখ্যা বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।