Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বুদ্ধিতে ঘাটতি আছে : ব্রেনন

গোয়েন্দা প্রধানদের তুলোধুনা করলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

টুইট বার্তায় গোয়েন্দা প্রধানদের এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধানেরা চরম আনাড়ি ও নিষ্ক্রিয় মন্তব্য করে ট্রাম্প বলেন, আপনারা আবার স্কুলে ফিরে যান। বুধবার এক টুইট বার্তায় গোয়েন্দা প্রধানদের উদ্দেশ্য করে মি. ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানদের এমন বিষোদ্গার ও কটাক্ষ করেন। স¤প্রতি ইরানের পক্ষ নিয়ে কথা বলা হয় মার্কিন গোয়েন্দাদের তৈরি এক রিপোর্টে। উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্রের হুমকি এখনও বিদ্যমান রয়েছে জানিয়ে ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে প্রস্তুত নয়। প্রেসিডেন্টের এমন বিষোদগারে চুপ ছিলেন না সিআইএর সাবেক প্রধান জন ব্রেনান। পাল্টা প্রতিক্রিয়ায় জন ব্রেনান জানান, ‘গোয়েন্দা রিপোর্টকে এভাবে প্রত্যাখ্যান ও কটাক্ষ করে মি. ট্রাম্প প্রমাণ করছেন যে গোয়েন্দারা নন, তার নিজেরই বুদ্ধিতে ঘাটতি দেখা গেছে।’ সরকারকে দেয়া জাতীয় নিরাপত্তা বিভাগসহ অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টে বেশ অস্বস্তিতে পড়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার ২০১৫ সালের পারমাণবিক অস্ত্র থেকে বিরতি চুক্তিকে ট্রাম্প একতরফা প্রত্যাহার করে নেন। সেসময় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এখন ইরানের পারমানবিক কর্মসূচি নিয়ে তারই গোয়েন্দা সংস্থাগুলোর এম রিপোর্ট এলো। কোথায় কোথায় সম্ভাব্য হুমকি রয়েছে তা নিয়ে জাতীয় নিরাপত্তা বিভাগসহ মার্কিন অন্যান্য গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা স¤প্রতি যে রিপোর্ট সরকারকে দিয়েছে তাতে বলা হয়েছে, ইরান চুক্তি লঙ্ঘন করে পরমাণু অস্ত্র বানাচ্ছে না। আর তাতেই চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় গোয়েন্দা প্রধানদের উদ্দেশ করে ট্রাম্প বলেছেন, তারা চরম আনাড়ি, নিষ্ক্রিয়। ট্রাম্প বলেছেন, ইরানের কাছ থেকে বিপদ সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ভুল...ইরানের রকেট পরীক্ষা প্রমাণ করে তারা অস্ত্র (পারমাণবিক) তৈরির দ্বারপ্রান্তে। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের লক্ষ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আপনারা আবার স্কুলে ফিরে যান।’ বিবিসি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের বুদ্ধিতে ঘাটতি আছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ