Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতে হাত রেখেই পরপারে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

ভালোবাসার কোনো সংজ্ঞা হয়না। তা নাহলে এমন ঘটনা ঘটে কীভাবে। সত্তরটা বসন্ত একই ছাদের নিচে কাটিয়েছেন। দাম্পত্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে একজন ছিলেন আরেকজনের পাশে। ভাগাভাগি করেছেন জীবনের সমস্ত সুখ-দুঃখ। একা হওয়ার অভ্যেসটা বুঝি ছাড়তে পারেননি তারা। তাইতো দুজনেই হাসপাতালের বিছানায় হাতে হাত রেখেই পরপারে চলে গেলেন। এক জীবনে আপনি হয়তো ভালবাসার অনেক ঘটনার সাক্ষী। কখনো গল্পে পড়েছেন আবার কখনো বাস্তবেও মুখোমুখি হয়েছেন ভালোবাসার। এ ঘটনা আপনাকে আরও একবার প্রেমের কথা মনে করিয়ে দেবে। বিষাদগ্রস্ত হৃদয় নিয়েও আরও একবার আপনি ভরসা রাখতে চাইবেন ভালোবাসার ওপর। কেননা সত্তর বছর ধরে একসঙ্গে বসবাস করা এক দম্পতি ভালোবাসার এমনই নিদর্শন রেখে গেল আপনার সামনে। হাজারো অপরাধ, ঘৃণা আর শত্রুতার মাঝেও প্রেম যে এখনো পৃথিবীর প্রধান চালিকা শক্তি তাই প্রমাণ হলো আরও একবার। আর আমাদের কাছে এমন প্রেমের দৃষ্টান্ত রেখে যাওয়া দম্পতি হলেন ৯২ বছর বয়সী ফ্র্যান্সিস আর্নেস্ট প্ল্যাটেল ও তার ৯০ বছর বয়সী স্ত্রী নরমা জুন প্ল্যাটেল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতে হাত রেখেই পরপারে

১ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ