Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১৮ জন

মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৬:৪৭ পিএম

দিনাজপুরের বিরলে ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১৮ জন, সাধারণ সদস্য ১১১ জন ও সংরক্ষিত সদস্য ৩৯ জনসহ মোট প্রার্থী ১৬৮ জন মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছে। এর মধ্যে ১ নং আজিমপুর ইউনিয়নে ৮ জন, ২ নং ফরক্কাবাদ ইউনিয়নে ৩ জন ও ৫নং বিরল ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া ১নং আজিমপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন, ২নং ফরক্কাবাদ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন, ৫নং বিরল ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থী হয়েছে।

জানা গেছে, ১ নং আজিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউপি আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন এবং তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মাহবুবা আরেফিন, স্বতন্ত্র প্রার্থী আনছারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আজিমুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আরেফিন রাসেল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ লিটন আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২ নং ফরক্কাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হুসেন আলী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুতু, স্বতন্ত্র প্রার্থী এবিএম রাশিদুল কবীর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৫ নং বিরল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মারুফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী জাতীয় শ্রমিকলীগ বিরল উপজেলা শাখা’র সভাপতি মোয়াজ্জেম হোসেন (মঙ্গলু), স্বতন্ত্র প্রার্থী ইউপি যুবলীগের সাবেক সভাপতি রইছুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পান্না, স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাদেক আলী ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও ১ নং আজিমপুর এবং ২নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার এবং উপজেলা কৃষি অফিসার ও ৫নং বিরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে ২৩ জানুয়ারি ইউনিয়ন ৩ টির তপশীল ঘোষণা হয় এবং ঘোষিত তপশীল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি রবিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১০ ফেব্রুয়ারি রবিবার মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ ও ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার। ১নং আজিমপুর ইউনিয়নে পুরুষ ৫২৩৪ জন ও নারী ৫০৩৬ জনসহ মোট ভোটার ১০২৭০ জন, ২নং ফরক্কাবাদ ইউনিয়নে পুরুষ ৭০৪৩ ও নারী ৬৮৪৮ জনসহ মোট ভোটার ১৩৮৯১ জন, ৫নং বিরল ইউনিয়নে পুরুষ ৮৬৮৮ জন ও নারী ৮৩৬৮ জনসহ মোট ভোটার ১৭০৫৬ জন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরলে

২৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ