Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের বিরলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ নিহত, আহত ২

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১১:৪৭ এএম

সোমবার সকাল ৮ রার দিকে বিরল-পাকুড়া স্থলবন্দর সড়কে বিরল থেকে মহেশপুরগামী ভাই-বোন পরিবহন নামের রেজিঃ বিহীন একটি বালু ভর্তি ট্রাক্টর রুপালী বাংলা জুট মিলের নিকটে পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা জুট মিলের কর্মচারীদের উপরে উঠে যায়। এতে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়, বিরল পৌর শহরের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর পুত্র জুট মিলের কর্মচারী আফছার আলী (৩৫)। এ সময় আহত হয় হুসনা গ্রামের মৃত নবির উদ্দীনের পুত্র কর্মচারী শফিকুল ইসলাম (৫২) ও শংকরপুর গ্রামের রফিকুলের পুত্র আলামিন (২০)। আহতদের মধ্যে শফিকুল ইসলামকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলামিনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে আহত শফিকুলের অবস্থা আশংকা জনক। এ ঘটনায় স্থানীয় জনতা পূর্বমহেশপুর গ্রামের কোরমান আলীর পুত্র ট্রাক্টর চালক আজিজুর রহমান (৩৫) এবং একই এলাকার বাবু আলীর পুত্র হেলপার নাইম (১৯) কে বিরল থানা পুলিশে নিকট সোপর্দ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুরের বিরলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ