Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উয়েফার সভায় ইউরোপের প্রতিনিধি পিএসজি সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৫:০৪ পিএম

উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশনকে (ইসিএ) প্রতিনিধিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন প্যারিস সেইন্ট-জার্মেই সভাপতি নাসির আল-খেলাফি। ইসিএ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
উয়েফায় ইসিএ’র কোন ভোট দেবার ক্ষমতা নেই। বিন্তু উয়েফা ও ফিফার বিভিন্ন ইভেন্টে লভ্যাংশের শেয়ার পাবার ব্যপারে ক্লাবগুলোর লবিং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসি মিলানের ইভান গাজিডির কাছ থেকে নতুন এই দায়িত্ব পেয়েছেন কাতারি আল-খেলাফি। জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগনেলি ২৩২ সদস্য ক্লাবগুলোর প্রধানের দায়িত্বে আছেন। আল খেলাফি বলেন, ‘ইসিএ কার্যনির্বাহী বোর্ড সদস্যদের দ্বারা উয়েফায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। উয়েফার সাথে মিলে ইউরোপীয়ান ফুটবলের উন্নতিতে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা দেখার অপেক্ষায় আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উয়েফার সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ