Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি বিমান হামলায় ১৮ পিকেকে গেরিলা নিহত

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানে তুর্কি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। গত বুধবার এক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী বলেছে, তুরস্কের হাক্কারি প্রদেশ ও ইরাকের উত্তরাঞ্চলে মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এবং এতে ১১ জন পিকেকে গেরিলা মারা গেছে। এছাড়া, মঙ্গলবার তুর্কি বিমান হামলায় দেশটির নুসাইবিন শহরে তিনজন ও সিরনাক শহরে চারজন মারা গেছে। গত কয়েক মাসে নুসাইবিন ও সিরনাক শহরে তুর্কি বিমান হামলায় প্রায় ৭০০ কুর্দি প্রাণ হারায়। ২০১৫ সালের জুলাই মাসে তুরস্কের সুরুক শহরে বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর তুরস্ক অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালাচ্ছে। এতে ৫,০০০’র বেশি কুর্দি নাগরিক মারা গেছে। তবে পিকেকে গেরিলাদের পাল্টা হামলায় ৩০০ সেনা মারা গেছে বলে তুরস্ক দাাবি করছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কি বিমান হামলায় ১৮ পিকেকে গেরিলা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ