Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনাদের ‘রূঢ়’ বলে মন্তব্য করে ক্যামেরায় ধরা পড়লেন রাণী

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনা কর্মকর্তাদের খুবই রূঢ় বলে মন্তব্য করে ক্যামেরায় ধরা পড়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে গত মঙ্গলবার উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় চীনাদের প্রতি ওই ক্ষোভ উগরে দেন রানি। আর সে দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যুক্তরাজ্য সফরকালে চীনা কর্মকর্তারা ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে খুবই রূঢ় আচরণ করেছে বলে মন্তব্য করেন রানি। সংবিধিবদ্ধ আইনানুযায়ী, রানি কখনওই জনসম্মুখে রাজনৈতিক কিংবা কূটনৈতিকভাবে স্পর্শকাতর কোনও মন্তব্য করেন না। তাছাড়া, ব্যক্তিগত আলাপচারিতায় তার বলা কোনও কথা প্রকাশ পাওয়াটাও বিরল ঘটনা। এর আগে একইদিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নাইজেরিয়া এবং আফগানিস্তানকে চরম দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য মাইক্রোফোনে ধরা পড়ে। ওদিকে, রানির কথাবার্তা বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টির এক ক্যামেরাম্যানের ক্যামেরায় ধারণ হওয়ার পর সেটি চলে যায় সম্প্রচারমাধ্যমগুলোর কাছে। বিবিসিতে প্রকাশিত ভিডিও ফুটেজে রানিকে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা লাকি ডিওরসির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। লাকিকে পরিচয় করিয়ে দিয়ে পাশেই থাকা আরেক কর্মকর্তা রানিকে জানান, এই পুলিশ কর্মকর্তাই গত বছর অক্টোবরে চীনের প্রেসিডেন্টের ব্রিটেন সফরের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একথা শুনেই রানি বলে ওঠেন, ওহ দুর্ভাগ্য। পুলিশ কমান্ডার লাকি এরপর রানিকে জানান, চীনা প্রেসিডেন্টের ওই রাষ্ট্রীয় সফরের আয়োজন করা এবং চীনা কর্মকর্তাদেরকে সামলাতে তাকে হিমশিম খেতে হয়েছিল। একথা শোনার পরই রানি বলেন, তারা রাষ্ট্রদূতের প্রতি খুব রূঢ় আচরণ করেছে। রানির এমন মন্তব্য চীনের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটানোর ব্রিটিশ সরকারের চোয় সহায়ক হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনাদের ‘রূঢ়’ বলে মন্তব্য করে ক্যামেরায় ধরা পড়লেন রাণী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ