মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাইজেরিয়াকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তকমা দেওয়ার প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তিনি ক্ষমা চাওয়ার দাবি তুলবেন না বরং ব্রিটিশ ব্যাংকগুলোতে গচ্ছিত চুরি যাওয়া অর্থসম্পদ ফেরত চাইবেন ব্রিটেনের কাছে। লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দুর্নীতিবিরোধী এক সম্মেলনের ভাষণে বুহারি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে রানি এলিজাবেথের সঙ্গে এক আলাপচারিতায় ক্যামেরন নাইজেরিয়া এবং আফগানিস্তানকে বিশ্বের চরম দুই দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি অত্যন্ত মর্মাহত এবং বিব্রত হয়েছেন বলে গত বুধবার এক বিবৃতিতে জানায় তার কার্যালয়। এরপরই লন্ডন সম্মেলনে ওই ভাষণ দেন বুহারি। নাইজেরিয়ায় বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে ১৫শ’ কোটি ডলার চুরি গেছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। লন্ডন সম্মেলনের ভাষণে বুহারি নাইজেরিয়া থেকে এ অর্থচুরির ঘটনায় অপরাধীদের জন্য ব্রিটেন নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দোষারোপ করেন। তবে নাইজেরিয়া চরম দুর্নীতিগ্রস্ত দেশ-ক্যামেরনের এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি তিনি। যদিও এর আগে বুহারির মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ক্যামেরন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্টের ভাল কাজের পরও তাকে বিব্রত করছেন। ক্যামেরনের নাইজেরিয়ার অতীতের দিকে তাকানো উচিত বলে বুহারির মুখপাত্র মন্তব্য করেন এবং বলেন, দুর্নীতিসহ প্রতিটি ক্ষেত্রেই নাইজেরিয়ায় এখন পরিবর্তন আসছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।