Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম সম্পর্কে মন্তব্যের জন্যে ক্ষমা চাইলেন ক্যামেরন

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির সাবেক একজন ইমামকে ইসলামিক স্টেট গোষ্ঠীর সমর্থক বলার কারণে ক্ষমা চেয়েছেন। প্রায় তিন সপ্তাহ আগে লন্ডনের মেয়র নির্বাচনের প্রচারণা চলার সময় তিনি সাবেক ইমাম সুলায়মান গানিকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। গানি তাকে আইএস সমর্থক বলার অভিযোগে আইনি লড়াইয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছিলেন। খবরে বলা হয়, প্রায় দু’সপ্তাহ আগে হাউজ অব কমেন্সে দেয়া এক বক্তব্যে ক্যামেরন বলেন, সুলায়মান গনি এমন একজন ইমাম যিনি আইএসকে সমর্থনের মাধ্যমে লন্ডনের নব নির্বাচিত মেয়র সাদিক খানের জন্য প্লাটফর্ম তৈরি করেন। যদিও ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আসলে বোঝাতে চেয়েছেন যে গনি ইসলামিক স্টেটের সমর্থক। নির্দিষ্ট করে আইএসের সমর্থক বলতে চাননি। তবে এই সংক্রান্ত ভুল বোঝাবুঝি নিরসনে প্রধানমন্ত্রী প্রয়োজনে ইমামের কাছে ক্ষমা চাইবে বলে উল্লেখ করেন তিনি। পার্লামেন্টে ক্যামেরন সাদিক খানের উদ্দেশে বলেন, তিনি এমন প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন যেখানকার লোকজন ইসলামিক স্টেটকে সমর্থন করে। এদিকে ইমাম গনি বলেন, আমি কখনোই আইএসকে সমর্থন করি না। বরং এদের বর্বর কর্মকা-কে প্রকাশ্যে নিন্দা জানাই। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম সম্পর্কে মন্তব্যের জন্যে ক্ষমা চাইলেন ক্যামেরন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ