Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াশিংটনে ইসলামী কেন্দ্র ও মসজিদের নির্মাণস্থলে উগ্রপন্থীদের ধ্বংসযজ্ঞ

‘আমেরিকায় ইসলাম নিষিদ্ধ করো’ লিফলেট নিয়ে হামলা

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলের মুকিলতেওতে একটি প্রস্তাবিত ইসলামিক সেন্টারের নির্মাণস্থলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসলামবিরোধীরা। এ সময় তারা সেখানে আমেরিকার পতাকা নিয়ে যায় এবং এর সাথে ‘আমেরিকায় ইসলাম নিষিদ্ধ করো’ লেখা লিফলেটও ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ ও মেয়রের কার্যালয় তদন্ত চালাচ্ছে।
মুকিলতেওর মেয়র জেনিফার গ্রেগারসন বলেন, এ ধরনের কর্মকা- অত্যন্ত নিন্দনীয়। যারা এ কাজ করেছে, তারা ঘৃণার পাত্র। মুকিলতেওর পুলিশ গত সপ্তাহে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ঘটনাটি জানতে পারে। ফোনে তাদের জানানো হয়, একদল ইসলামবিরোধী মুকিলতেওর ইসলামিক সেন্টারের কাছে আমেরিকার পতাকা উড়িয়ে তার সঙ্গে ‘আমেরিকায় ইসলাম নিষিদ্ধ করো’ লেখা লিফলেট রেখে গেছে এবং সেখানে মসজিদের নির্মাণাধীন অবকাঠামো ধ্বংস করে।
মসজিদের সভাপতি রিয়াজ খান এ ব্যাপারে দুঃখ করে বলেন, ‘এখানে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। আমরা ভালো নাগরিক। এখানে শান্তিতেই বসবাস করে আসছিলাম। আমরা ভালো প্রতিবেশী। আমরা ভালো মানুষ। আমাদের বিরুদ্ধে এ ধরনের কর্মকা- মেনে নেয়া যায় না।’
পুলিশ বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখতে যা কিছু করা দরকার তা করছে। ২০১৩ সালে এখানে মসজিদ নির্মাণের বিষয়টি প্রথম ঘোষণা করা হয়। মেয়রের কার্যালয়ে জমা দেয়া কাগজপত্রে দেখা যায়, ৩ হাজার ৭৯৬ বর্গফুট এলাকায় ইসলামিক সেন্টারটি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সেখানে নামাজ পড়ার স্থান, বহুবিধ ব্যবহারের জন্য একটি কক্ষ, দুটি ছোট অফিসঘর, একটি রান্নাঘর এবং কয়েকটি বাথরুম ও ক্লাসরুমসহ দু’টি দ্বিতল ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
কিন্তু সেন্টারটি নির্মাণের আগেই তা ইসলাম বিরোধীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গত মাসে সারা শহরে নগরবাসীর কাছে অজ্ঞাত একটি পোস্টকার্ড পাঠানো হয়। তাতে মসজিদ নির্মাণ পরিকল্পনার প্রতি তাদের সজাগ থাকতে বলা হয়। পরে জানা যায়, এটি পাঠিয়েছিলেন, এয়ারোস্পেস ফার্ম ইলেকট্রোইমপ্যাক্ট-এর প্রেসিডেন্ট পিটার জিভি। কার্ডটি পাঠানোর ব্যাপারে পরে তিনি বলেন, বিশ্বে সাম্প্রতিক ইসলামী মৌলবাদীদের তৎপরতায় তিনি আতঙ্কিত ছিলেন। জিভি পরে মসজিদের সভাপতির কাছে একটি চিঠিতে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুসলিম আতঙ্ক দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে মুসলমানদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ম্যাসাচুসেটস, টেক্সাস ও মিনেসোটাসহ বিভিন্ন রাজ্য থেকে মুসলমানদের ধর্মীয় কেন্দ্রগুলোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোনো কোনো স্থানে মসজিদ নির্মাণ বন্ধও রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াশিংটনে ইসলামী কেন্দ্র ও মসজিদের নির্মাণস্থলে উগ্রপন্থীদের ধ্বংসযজ্ঞ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ