Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

অবশেষে সুর বদল

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মুসলিমদের নিয়েই সুর নরম করার সিদ্ধান্ত নিয়েছেন। ফক্স নিউজ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন সেটি একটি সুপারিশ মাত্র এবং তা সাময়িক সময়ের জন্য। অন্য মুসলিমদের বাদ দিয়ে কেবল লন্ডনের মেয়র সাদিক খানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়ার কথা বলে প্রত্যাখ্যাত হওয়ার পর এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গত বছর প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডনের নবনির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি হয়তো যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না। মেয়র নির্বাচনে সাদিকের জয়ের পর তার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কী হবে তা জানতে চায় নিউইয়র্ক টাইমস। ট্রাম্প জানান, সাদিক খান সে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না। তবে ট্রাম্পের এই প্রস্তাবে খুশি না হয়ে ক্ষোভ জানান সাদিক খান। খানের ক্ষেত্রে তা থাকবে না; ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি কেবল আমার প্রবেশাধিকারের বিষয় নয়, এটি আমার বন্ধু-স্বজন, পরিবার এবং বিশ্বে আমার মতো একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষদের প্রবেশাধিকারের বিষয়। সাদিকের কাছ থেকে সাড়া না পেয়ে বুধবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, গত বছর তিনি মুসলিমদের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন তা একটি প্রস্তাব মাত্র। তার দাবি, এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে আরোপের প্রস্তাব করেছিলেন তিনি। ট্রাম্প বলেন, এটি সাময়িক নিষেধাজ্ঞা। এখনও এটি আরোপিত হয়নি। সংকটের ব্যাপারে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্প সিরিয়া-ইরাকসহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। বিবিসি, ফক্স নিউজ, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে সুর বদল

১৩ মে, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ